নিঝুম রাতে ঝিঁঝিঁপোকার ডাক তো শুনেছেন, কিন্তু ঝিঁঝিঁপোকা কেন ডাকে
ঝিঁঝিঁপোকার ডাক শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। শহুরে মানুষ কম শুনেছেন। গ্রামের মানুষজন বেশি। কিন্তু কেন ডাকে ঝিঁঝিঁপোকা তা কি জানেন?
দিনের আলোয় তাদের ডাক শোনা যায়না। কিন্তু রাত যত নিঝুম হয় ততই যেন ঝিঁঝিঁপোকার ডাক বাড়ে। কানে বাজতে থাকে একটা ছন্দে। নিঝুম রাত বোঝাতে ঝিঁঝিঁপোকার ডাকের শব্দ সিনেমা, রেডিওতেও ব্যবহার হয়।
কিন্তু কেন ঝিঁঝিঁপোকা ডাকে তা জানেন কি? এমনকি ঝিঁঝিঁপোকার ডাক ১ রকম শোনালেও আসলে তারা ভিন্ন সুরে ডাকে। যা ঝিঁঝিঁপোকারাই ভাল বুঝতে পারে। তারও পিছনে কারণ আছে।
পুরুষ ঝিঁঝিঁপোকারা সাধারণত ডাকে স্ত্রী ঝিঁঝিঁপোকাদের আকর্ষিত করতে। তারা কোথায় রয়েছে তা জানান দিতে। সেই ডাক শুনে স্ত্রী ঝিঁঝিঁপোকারা উপস্থিত হলে পুরুষ ও স্ত্রী ঝিঁঝিঁপোকারা মিলিত হয়।
আবার একটু অন্য ডাকে এক পুরুষ ঝিঁঝিঁপোকা অন্য পুরুষ ঝিঁঝিঁপোকাকে বুঝিয়ে দেয় তার সঙ্গে মিলিত হওয়া স্ত্রী ঝিঁঝিঁপোকা থেকে দূরে থাকতে। প্রসঙ্গত ঝিঁঝিঁপোকা কিন্তু ডাকে না। বরং তাদের ২টি ডানার ঘর্ষণে এই শব্দ বার হয়। যা দিয়ে নানা ধরনের শব্দ বার করতে ঝিঁঝিঁপোকারা সিদ্ধহস্ত।
রাতে ঝিঁঝিঁপোকারা ডাকলেও সকালে তারা ডাকে না। এরও কারণ রয়েছে। ঝিঁঝিঁপোকার ডাক যেমন স্ত্রী ঝিঁঝিঁদের আকর্ষিত করে, তেমনই আবার ঝিঁঝিঁপোকাদের যে অন্য পোকা বা পাখিরা শিকার করে তাদেরও জানিয়ে দেয় ঝিঁঝিঁ কোথায় রয়েছে। সেক্ষেত্রে তাদের পক্ষে সহজ হয় শিকার খুঁজে পেতে।
সকালের দিকেই ঝিঁঝিঁদের শিকার করতে চাওয়া কীটপতঙ্গ বা পাখিরা বেশি ঘোরে বলে ঝিঁঝিঁপোকারা রাতে ডাকে। রাতেও যে তারা একদম নিশ্চিন্ত তা কিন্তু নয়। কিছু শিকারির ভয় তো তাদের থাকেই।
তাই ঝিঁঝিঁরা এক্ষেত্রে বাঁচার জন্য এমন এক শব্দ বার করে যা অন্য শিকারি কীটদের ভুল বোঝায়। তারা শব্দ একদিক থেকে আসছে ভেবে সেদিকে যায়। কিন্তু সেই ঝিঁঝিঁ সেখানে থাকেনা। বরং অন্যত্র থাকে। এভাবে ভুল বুঝিয়ে তাদের শত্রুদের অন্য দিকে নিয়ে চলে যায় ঝিঁঝিঁরা।