কদিন আগেই ৫০ ওভারের ম্যাচে ঘরোয়া ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এক ক্লাব ক্রিকেটার একাই ৪৯০ রান করে বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার ফের বিশ্বকে তাক লাগিয়ে দিল নাগাল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। এদিন গুন্টুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এক প্রতিযোগিতায় কেরালার বিরুদ্ধে মাত্র ২ রানে বান্ডিল হয়ে গেল গোটা টিম। তাও ব্যাট থেকে এসেছে মাত্র ১টি রান। ১ রান এক্সট্রা। নাগাল্যান্ডের হয়ে ব্যাটে বলে করে ছুটে ১ রান করেন ওপেনার মেনকা। ১৮ বল খেলেন তিনি। মেনকা বাদ দিলে বাকি ১০ জনের কেউই রানের মুখ দেখেননি। সবাই ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এমন ভয়ংকর বিপর্যয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম।
৩ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করে নামে কেরালা। নাগাল্যান্ডের বোলার দীপিকার প্রথম বল ওয়াইড হয়। কেরালার স্কোর বোর্ডে জমা পড়ে ১ রান। পরের বলেই চার হাঁকান কেরালার মেয়ে আনসু রাজু। অর্থাৎ ম্যাচের প্রথম আইনসঙ্গত বলেই জয় ছিনিয়ে নেয় কেরালা। মাত্র ১ বল খেলে ম্যাচ জয়ও ক্রিকেটে একটা ইতিহাস হয়ে রইল। তবে নাগাল্যান্ডের বিরুদ্ধে কেরালার এমন বেনজির জয় দেখে ভাবার কিছু নেই যে কেরালা একটা দুরন্ত দল। কারণ প্রতিযোগিতায় মোট ৫টি ম্যাচে এই নিয়ে ২টি জিতল তারা। হেরেছে ৩টে ম্যাচ।