প্রতিবেশি জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ দিনের টেস্ট ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের ইতিহাসে এটাই হতে চলেছে প্রথম ৪ দিনের টেস্ট ম্যাচ। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে এই ঐতিহাসিক দিনরাতের টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে।
আইসিসি নিয়ম করেছে এই ফরম্যাটে প্রতিদিন কমপক্ষে ৯৮ ওভার খেলা হতে হবে। ৫ দিনের টেস্টে এক দিনে কমপক্ষে ৯০ ওভার খেলানোর নিয়ম রয়েছে। যদি কোনও দল প্রথম ইনিংসে যে রান করল, পরে ব্যাট করতে নেমে অন্যদল যদি তার চেয়ে ১৫০ রান পিছিয়ে শেষ করে, তবে প্রথম দল তাদের ‘ফলো অন’ করাতে পারবে। যেখানে ৫ দিনের টেস্টে ২০০ রানের লিড থাকলে তবেই ফলো অন করানো যায়। টি-২০ ক্রিকেটের বিপুল জনপ্রিয়তায় টেস্ট ম্যাচ ক্রমশ আকর্ষণ হারাচ্ছে। টেস্টের সেই জনপ্রিয়তা ফেরানোর লক্ষ্যেই আইসিসি-র এই পরীক্ষামূলক উদ্যোগ।