Sports

নতুন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ভারতের জনপ্রিয়তম খেলা ক্রিকেট। বিভিন্ন শহরেই রয়েছে ক্রিকেট খেলার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। তেমনই আরও একটি স্টেডিয়ামের উদ্বোধন হল দীপাবলির প্রাক্কালে। উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউ শহরে তৈরি এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’।

স্টেডিয়ামটির উদ্বোধন করে আদিত্যনাথ বলেন, রাজ্যে শহর থেকে গ্রাম সর্বত্র ক্রীড়া ক্ষেত্রের উন্নতিতে উৎসাহ প্রদান করা হচ্ছে। এই স্টেডিয়ামটি পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা হয়েছে। এটি তৈরি শুরু হয় সমাজবাদী পার্টির সরকার থাকাকালীন। তখন এর নাম ঠিক করা হয়েছিল ইকানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু গত সোমবার রাতে রাতারাতি স্টেডিয়ামটির নাম বদল করে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে করে দেওয়া হয়।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button