সাধারণত ক্রিকেটে ২টি দেশ নিজেদের মধ্যে ২টির মধ্যে যে কোনও একটি দেশে খেলে। একটি দল ওই দেশে খেলতে যায়। অন্য দেশ হোম গ্রাউন্ডে তাদের মুখোমুখি হয়। কিন্তু এবার একটু অন্য ছবি দেখা যাবে। ভারতের দেরাদুনে ম্যাচ হলেও সেখানে ভারত থাকছে না। খেলা হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে। ক্রিকেট বিশ্বে যে ২টি দেশ নিতান্তই সদ্যোজাত। এদের মধ্যে ১টি টেস্ট, ৫টি ওয়ান ডে ও ৩টি টি-২০ খেলা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে খেলাগুলি হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
প্রসঙ্গত আয়ারল্যান্ড আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট খেলা শুরু করেছে সবে। পাকিস্তানের বিরুদ্ধে খেলে শুরু হয়েছে তাদের পথচলা। সেই ম্যাচে ৫ উইকেটে হারে তারা। এবার ভারতের মাটিতে তাদের দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট খেলতে চলেছে আইরিশরা। অন্যদিকে আফগানিস্তানের টেস্টে হাতেখড়ি হয়েছে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে। যে খেলায় ১ ইনিংস ও ২৬২ রানে হারে আফগানরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)