অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল বিকৃতির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের দোষী সাব্যস্ত করেছে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে ১ বছরের জন্য যেকোনও ধরনের আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে ব্যান করা হয়েছে। স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট আগামী ২ বছর আর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে পারবেন না। আর ডেভিড ওয়ার্নারকে ভবিষ্যতে কখনওই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ব্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বল বিকৃতি কাণ্ডে অজি কোচ ডারেন লেম্যানকে রেহাই দিয়েছে অজি বোর্ড। ফলে তিনি নিজে না চাইলে তাঁর কোচ পদ থেকে সরার কোনও সম্ভাবনা নেই। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট অবশ্য নিজেদের শাস্তির প্রেক্ষিতে আপিল করতে পারবেন বোর্ডের কাছে।
ওয়ার্নারকে নিয়ে দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যেও প্রবল অশান্তি শুরু হয়। তাঁর সঙ্গে আগামী দিনে মাঠে নামতে অস্বীকার করেন বাকি খেলোয়াড়েরা। তাঁদের অভিযোগ ওয়ার্নার বল বিকৃতি কাণ্ডে গোটা দলটাকে জড়াতে চাইছেন।