স্পেন অতীত। রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা সিআর সেভেন এবার পাড়ি জমালেন ইতালিতে। ইতালির অন্যতম সেরা ফুটবল ক্লাব জুভেন্তাসে নাম লেখালেন তিনি। রোনাল্ডোর মত খেলোয়াড়ের জন্য টাকা কোনও বাধা হয়নি জুভেন্তাসের কাছে। রেকর্ড অঙ্কের বিনিময়ে রোনাল্ডোকে নিয়েছে তারা। ৪ বছরের জন্য জুভেন্তাসে সই করেছেন রোনাল্ডো। পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন ভারতীয় মুদ্রায় প্রায় ৯০৪ কোটি টাকা!
৯ বছর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড হিসাবে খেলা রোনাল্ডো এই স্প্যানিশ ক্লাবকে ২ বার লা লিগা, ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন। রোনাল্ডোকে ভরসা করে ইউরোপ জয় করেছে রিয়াল মাদ্রিদ। সেই একই পুরস্কার রোনাল্ডোকে ভরসা করে পাওয়ার স্বপ্ন দেখছে জুভেন্তাস। এবার বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগাল উরুগুয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। কিন্তু রোনাল্ডো দেখিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সে দাঁড়িয়েও তিনি বিশ্বের অন্যতম ফিট ফুটবলার। তবু একটা প্রশ্ন উঠছে, জুভেন্তাস যতই রেকর্ড অর্থ রোনাল্ডোকে দিক না কেন, রোনাল্ডোর কিন্তু বয়স বাড়ছে বৈ তো কমছে না! ফলে সেই পারফর্মেন্স তিনি দিতে পারবেন তো? যাকে সামনে রেখে জুভেন্তাস এই বিশাল অঙ্ক তাঁর পিছনে খরচ করছে? সমালোচকদের এসব প্রশ্ন থাকেই। এখন দেখার মাঠে জুভেন্তাসের হয়ে কতটা নিজেকে নিংড়ে দিতে সমর্থ হন রোনাল্ডো।