তাঁর ঝুলিতে রেকর্ডের সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় যুক্ত হল আরও একটি অনবদ্য রেকর্ড। বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ২০ কোটি ফলোয়ার পেলেন সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে। এখনও পর্যন্ত কোনও চিত্রতারকা হোক, বা খেলোয়াড় হোক বা রাজনীতিবিদ হোক, বা অন্য কেউ এই সংখ্যক ফলোয়ার জোগাড় করতে পারেননি ইন্সটাগ্রামে। সেদিক থেকে ইন্সটাগ্রামে রেকর্ড গড়লেন রোনাল্ডো।
এই সাফল্যে রোনাল্ডো নিজেও বেজায় খুশি। কারণ এ থেকে অনুমেয় যে তাঁর জনপ্রিয়তা কতটা! রোনাল্ডো সকলকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন। শুধু জনপ্রিয়তার মাপকাঠি হিসাবেই কিন্তু এই সংখ্যা কাজে লাগছে না রোনাল্ডোর। এর থেকে অর্থ রোজগারও করছেন তিনি। তাঁর প্রতিটি স্পনসরড পোস্ট থেকে ইন্সটাগ্রামে তাঁর আয় হয় ৯ লক্ষ ইউরো। চমক আরও রয়েছে। এরফলে তিনি যে বার্ষিক রোজগার করে থাকেন তা দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে।
রোনাল্ডো এ থেকে বছরে ৪৮ মিলিয়ন ইউরো রোজগার করেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৭৮ কোটি ৬০ লক্ষ ৪৮ হাজার টাকা! এই টাকা তিনি তাঁর ক্লাবে সারা বছর খেলেও রোজগার করেননা। জুভেন্তাস-এর এই সুপারস্টার জুভেন্তাস থেকে বছরে রোজগার করেন ৩৪ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৬৮ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার টাকা। শুধু ইন্সটাগ্রাম বলেই নয়, পর্তুগালের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ফেসবুকেও সবচেয়ে বেশি লাইক পাওয়া এবং সবচেয়ে বেশি ফলো করা খেলোয়াড়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা