মাঠে বিপক্ষের ফুটবলারকে চড় কষালেন রোনাল্ডো
খেলা চলাকালীন বিপক্ষের খেলোয়াড়কে চড় কষিয়ে দিলেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল বনাম আয়ারল্যান্ড ম্যাচে এমনটা ঘটে।

বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে ৪৫ মিনিটের মাথায় একটি গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। সেই গোল প্রায় খেলার শেষে পৌঁছেও শোধ করে উঠতে পারেনি রোনাল্ডোর পর্তুগাল।
দর্শকরা প্রায় ধরেই নিয়েছিলেন যে পর্তুগাল হারছে, ঠিক সেই সময় খেলার ৮৯ মিনিটের মাথায় গোল শোধ দেন রোনাল্ডো। ফলে খেলায় সমতা ফেরে।
৯০ মিনিটের পর আরও ৬ মিনিট ইনজুরি টাইম খেলা হয়। তার মধ্যে ফের একটা গোল করে দেশকে এই রূপকথার জয় এনে দেন বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি হয়ে ওঠা রোনাল্ডো।
এরসঙ্গে তিনি দেশের হয়ে বিশ্বের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হয়ে যান। ভেঙে দেন ইরানের আলি দায়েই-এর রেকর্ড। এখনও পর্যন্ত ১১১টি গোল করেছেন রোনাল্ডো।
সেদিক থেকে দেশকে জেতানো ও নিজের নাম আরও এক রেকর্ডে নিয়ে যাওয়ার জোড়া আনন্দে ভাসছিলেন রোনাল্ডো। কিন্তু তারমধ্যেই বিপক্ষের খেলোয়াড়কে চড় কষানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
এই ম্যাচেই একটি পেনাল্টি নেওয়ার জন্য বলটি রেখেছিলেন রোনাল্ডো। ঠিক সেই সময় আয়ারল্যান্ডের দারা ও’শিয়া নামে এক খেলোয়াড় আচমকা হিল করে বলটি ঠেলে দেন। যা দেখে বেজায় চটে যান রোনাল্ডো। চড় কষান ওই দারাকে। তাঁর হাতে গিয়ে চড়টা লাগে।
এদিকে চড় খেয়ে মাঠে পড়ে যান তিনি। যদিও যে ভিডিও সামনে এসেছে তাতে পড়ে যাওয়ার মত সপাট চড় রোনাল্ডোর ছিলনা।
এই চড়ের জন্য অবশ্য রোনাল্ডোকে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি। বিষয়টি রেফারির নজর এড়িয়ে যায়। খেলাটি পর্তুগালে হচ্ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা