কিউবায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে ১০৫ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মী ছিলেন। ১১৪ জনের মধ্যে ৩ জনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবু উদ্ধারকাজ চলছে। গত শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দর থেকে ওড়ার পর ১২ মাইল দূরে একটি গ্রামের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি খুব বড় ছিলনা। কিউবার ঘরোয়া উড়ানে বিমানটি ব্যবহার হলেও তার পরিচালনের দায়িত্ব ছিল মেক্সিকোর একটি সংস্থার ওপর। তাদেরই বিমান। তাদেরই বিমানকর্মীরা এখানে কাজ করতেন।
বিমান দুর্ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ পরিচালনা করেন। আগামী রবিবার এই দুর্ঘটনার জন্য কিউবায় ৬ ঘণ্টার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিমানের প্রায় সব যাত্রীই কিউবার বাসিন্দা ছিলেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। এখনও উদ্ধারকাজ অব্যাহত।