সোমবার লাটে উঠেছিল দুই মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুরের বিদ্যুৎ দফতরের কাজকর্ম। এদিন সেই অবস্থা হল বীরভূমে। বীরভূমের বিদ্যুৎ পর্ষদের দফতরে এদিন কর্মীরা কাজে যোগ দেওয়ার পর কম্পিউটার খুলতেই চমক। স্ক্রিনে ভেসে ওঠে বার্তা। কার্যত মুক্তিপণ! কম্পিউটার ভর্তি সরকারি কাজকর্মের ডেটা হাপিশ করে দিয়েছে ব়্যানসমওয়্যারের হানাদার। একটাই কথা সব কম্পিউটারে, টাকা দাও, ডেটা ফেরত নাও। অবশ্য ডেটা ফেরত পাওয়ার টাকা জমা দিতে হবে বিটকয়েনের মাধ্যমে। এমন এক পথ যেখান দিয়ে মুক্তিপণের জন্য দেওয়া টাকা কোথায়, কোন অ্যাকাউন্টে গিয়ে ঢুকল, তা বোঝা মানুষের অসাধ্য। এই অবস্থায় মাথায় হাত পড়ে রাজ্য সরকারের। এদিন দুপুরে নবান্নে ব়্যানসমওয়্যারের হামলা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, আপাতত এই হানা এড়াতে রাজ্য সরকারি দফতরের কম্পিউটারগুলির অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ উন্নীত করা হবে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শমত প্রতিটি দফতরে টাঙানো হবে নির্দেশিকাও। যেখানে দেওয়া থাকবে অফিসের কম্পিউটারে এই হানা রুখতে ব্যবহারকারী কর্মীকে কী ধরণের সতর্কতা অবলম্বন করতে হবে।