সাইবার হানার কবলে ইউরোপ। নতুন নয়। এবারও সেই ব়্যানসমওয়্যারের হানা। ব়্যানসমওয়্যার ওয়ানাক্রাই কিছুদিন আগে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছিল ইউরোপ থেকে এশিয়ার বেশ কিছু দেশে। কোনও সংস্থা বা ব্যক্তির তথ্য পণবন্দি করাই এই ম্যালওয়ারের বৈশিষ্ট্য। তারপর সেই পণবন্দি তথ্য ফিরিয়ে দিতে বিটকয়েন মুক্তি পণ হিসাবে দাবি করা হয়। এদিন সেই ব়্যানসমওয়্যার ‘পেটিয়া’ নাম নিয়ে হামলা চালায় ইউরোপের বেশ কয়েকটি দেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। ব্যাঙ্ক থেকে সরকারি সংস্থা বা পাওয়ার গ্রিড, কোনও কিছুই রেহাই পায়নি। ফলে পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। মাথায় হাত পড়েছে সংস্থাগুলির। এখনকার দুনিয়ায় যে কোনও সংস্থাতেই তথ্য সম্ভার গচ্ছিত থাকে কম্পিউটার বা সার্ভারে। আর সেখানেই হানা দিচ্ছে এই সাইবার হানাদাররা। এদিনের হানার কবলে পড়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ রসনেফ্ট তেল সংস্থাও। এছাড়া বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞাপন সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি, ফ্রান্সের সেন্ট-গোবেইন সহ নরওয়ে, সুইজারল্যান্ডের বেশ কিছু সংস্থাও এই সাইবার হানার শিকার হয়েছে।