আম্ফানের ধ্বংসলীলা দেখে স্তম্ভিত বলিউড
সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে পশ্চিমবঙ্গে যে ধ্বংসলীলা হয়েছে তাতে স্তম্ভিত গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন তারকারা।
মুম্বই : সুপার সাইক্লোন আম্ফানের প্রলয়ে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি এখনও অজানা। ধীরে ধীরে উঠে আসছে ধ্বংসের ছবি। ক্ষয়ক্ষতির পরিমাণ একটু একটু করে প্রশাসনের কাছে পরিস্কার হচ্ছে। শুধুই ধ্বংসের ছবি। মৃত্যুর হাহাকার। রাস্তায় জলে ভাসছে দেহ। রাস্তার ধারে পড়ে আছে নিথর শরীর। ভেঙে পড়া গাছের তলায় পড়ে আছে রক্তাক্ত দেহ। সেসব ছবি সংবাদমাধ্যমে উঠে আসছে। উঠে আসছে ধ্বংসের বিভিন্ন শিউরে ওঠার মত ছবি। সেই ছবি গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। স্তম্ভিত করেছে বলিউড তারকাদেরও।
লকডাউনে গৃহবন্দি তারকারা আম্ফানের প্রলয় কাণ্ডের ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন। অনুপম খের লিখেছেন, ওড়িশা এবং বিশেষত পশ্চিমবঙ্গের ছবি ভয়ার্ত ও দুঃখের। যাঁদের জীবন গেছে, যাঁরা সর্বস্ব খুইয়েছেন তাঁদের জন্য ব্যথিত তাঁর হৃদয়। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনার সুরে জানিয়েছেন, ২০২০ সাল যেন যত দ্রুত পারে বিদায় নেয়। তিনি এও বলেন যে নতমস্তকে তিনি প্রকৃতির কাছে ক্ষমাও চেয়ে নেবেন।
সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী জানিয়েছেন, বুধবার বিকেল থেকে কলকাতায় বসবাসকারী তাঁর পরিবার ও বন্ধুদের কাছ থেকে একের পর এক আতঙ্কের খবর পাচ্ছেন। আম্ফান দুর্গতদের জন্য প্রার্থনা রইল। পরিচালক সুজিত সরকার এখন কলকাতার বাড়িতেই রয়েছেন। তিনি লিখেছেন, এমন ভয়ংকর ঝড় তিনি তাঁর জীবদ্দশায় দেখেননি। যে ক্ষয়ক্ষতি হল তা ঠিক হতে বছর ঘুরে যাবে। এই অবস্থা থেকে রাজ্যের বেরিয়ে আসতে বহু মানুষের সাহায্য প্রয়োজন। এছাড়াও শাবানা আজমি, রীতেশ দেশমুখ, করণ জোহর, এশা গুপ্তা, রাহুল বোস, নিমরত কউর, অর্জুন কাপুর, অনুষ্কা শর্মার মত অনেকেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদের জন্য প্রার্থনা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা