Kolkata

উদ্ধারকাজে সেনা, ওড়িশা পাঠাল ৫০০ জনের দল

আম্ফান বিধ্বস্ত বাংলায় ৫০০ জনের দল পাঠাল ওড়িশা। ৩০০ জন দমকলকর্মী ও ১০টি ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনী।

কলকাতা : মুখ্যমন্ত্রী এদিন কাকদ্বীপের সভায় জানিয়েই ছিলেন যে গাছ এত পড়েছে যে তা কেটে দ্রুত সাফ করতে ওড়িশার কাছে সাহায্য চাওয়া হয়েছে। বিশেষ করে গাছ কাটার জন্য লোক দরকার বলে জানানো হয়েছে। এদিনই আবার ওড়িশা সরকার আম্ফান বিধ্বস্ত বাংলায় উদ্ধারকাজে সাহায্যের জন্য ৫০০ জনের দল পাঠিয়েছে। এর মধ্যে রয়েছেন ৩০০ জন দমকলকর্মী। আর ১০টি ওড়িশা ডিজাস্টার ব়্যাপিড অ্যাকশন ফোর্স। মূলত এঁরা গাছ কেটে কীভাবে অনেক রাস্তা সাফ করা যায় তা দেখবে।

ওড়িশা ঝড় ঝাপটা বারবার সামলায়। ঝড়ের ঝাপটা সামলানোর অভিজ্ঞতা তাদের বেশি। সেই অভিজ্ঞতাই কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আম্ফান বিধ্বস্ত পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে বলে মনে করা হচ্ছে। যে দল এদিন ওড়িশা থেকে এসেছে তাদের সঙ্গে রয়েছে গাছ কাটার জন্য আধুনিক কাটিং যন্ত্রপাতি। গাছ পড়ে যেসব রাস্তা বন্ধ সেসব রাস্তা দ্রুত গাছ সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করবে এই দল।


রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে ও উদ্ধারকাজে গতি আনতে সেনার সাহায্যও চেয়ে পাঠিয়েছিল। সেইমত এদিন সেনাও পাঠিয়েছে কেন্দ্র। কলকাতা ও তার আশপাশের এলাকাকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরাতে সেনা কাজ করবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে আরও এনডিআরএফ এসেছে এদিন।

এক দক্ষিণ ২৪ পরগনাতেই ১০ লক্ষ গাছ ভেঙে পড়েছে। বহু এলাকা বিদ্যুৎহীন। জল নেই। বহু মানুষ দুর্গত। সেনা, এনডিআরএফ সহ নানা সাহায্য এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। এদিকে ৩ দিন পরও ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপকূলীয় এলাকার অনেক জায়গায় পৌঁছতে পারেনি প্রশাসনিক দল।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button