স্থলভাগে ঢুকে পড়ল সুপার সাইক্লোন আম্ফান
অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল সুপার সাইক্লোন আম্ফান। সুন্দরবন দিয়ে এ রাজ্যে প্রবেশ করছে আম্ফান।
কলকাতা : প্রবল ঝড়ের তাণ্ডব। ঝড়ের গোঙানি। সোঁ সোঁ শব্দ। সঙ্গে ঝাপসা করা তুমুল বৃষ্টি। বুধবার দুপুরে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই স্থলভাগে আছড়ে পড়ল সুপার সাইক্লোন আম্ফান। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকা দিয়েই মূলত প্রবেশ করে এই ভয়ংকর সামুদ্রিক ঝড়। তার জেরে ইতিমধ্যেই তছনছ শুরু হয়েছে উপকূলীয় এলাকায়। আপাতত দীর্ঘ সময় ধরেই ক্রমশ প্রবেশ করতে থাকবে আম্ফান। ফলে দাপট চলতেই থাকবে। ধ্বংসলীলা এখন চলবে।
সন্ধে পর্যন্ত এই ঝড় স্থলভাগে প্রবেশ করতেই থাকবে। সুন্দরবন দিয়ে প্রবেশের সময় আম্ফান-এর সর্বোচ্চ গতি ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। ক্রমশ এগিয়ে কলকাতার পূর্ব দিক ঘেঁষে আম্ফান বেরিয়ে যাবে। ফলে কলকাতার পূর্ব প্রান্তের ওয়ার্ডগুলিকে আরও বেশি করে সতর্ক করা হয়েছে। বুধবার সকালের দিকে আম্ফান এ রাজ্যের উপকূলের তুলনায় কাছে ছিল ওড়িশার। ফলে ওড়িশা জুড়ে এদিন সকাল থেকেই প্রবল ঝড়বৃষ্টি হয়েছে।
আম্ফান ওড়িশার উপকূলের দিকে গেলেও তা বাঁক নিয়ে ঢোকে এ রাজ্যের দিকে। এটাই ছিল এর গতিপথ। যা আগেই বুঝিয়ে দিয়েছিল দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে এটি প্রবেশ করবে। সেটাই হয়েছে। আম্ফান আছড়ে পড়ার আগে থেকেই সমুদ্রতীরে মানুষের দাঁড়ানো মুশকিল হচ্ছিল। ঝড়ের দাপট মানুষকেও ঠেলে সরিয়ে দিচ্ছিল। প্রবল বৃষ্টিতে চারিদিক ঝাপসা ছিল। দেখাও যাচ্ছিল না কিছু। কলকাতা বিমানবন্দরে পণ্যবাহী বিমান ওঠানামাও বন্ধ রাখা হয় এদিন বেলা থেকে।