Kolkata

কলকাতায় শুরু ঝড়ের তাণ্ডব, চলবে কয়েক ঘণ্টা

দুপুরে রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে সুপার সাইক্লোন আম্ফান। বিকেল সাড়ে ৪টের পর কলকাতাতেও ঝড়ের তাণ্ডব শুরু হয়।

কলকাতা : উথালপাতাল করা ঝড় দক্ষিণ ২৪ পরগনা উপকূল ধরে রাজ্যে প্রবেশ করা শুরু করেছিল ঠিক দুপুর আড়াইয়ে। অর্থাৎ ঘূর্ণায়মান ঝড়ের সামনের অংশ স্থলভাগে ঢুকে পড়ে ওই সময়। তারপর ক্রমে তার চোখ বা আই পার করবে। তারপর তার পিছনের শেষ অংশ ঢুকে পড়বে। এখানেই শেষ হবে ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঝড় ক্রমে স্থলভাগের ওপর দিয়ে বইতে বইতে বাংলাদেশে প্রবেশ করবে। এই পুরো পদ্ধতি রাজ্যের ওপর দিয়ে পার করতে গভীর রাত হয়ে যাবে বলেই মনে করছেন আবহবিদেরা।

এদিকে এদিন আড়াইটের সময় যে ঝড় রাজ্যে প্রবেশ করা শুরু করে সেই ঝড়ে কলকাতায় তাণ্ডব শুরু হয় সাড়ে ৪টের পর থেকে। ক্রমশ বাড়তে শুরু করে ঝড়ের গতি। ঝড়ের ভয়াল শব্দ বাড়িতে বসেও মানুষের বুক কাঁপিয়ে দিয়েছে।


কলকাতার ওপর দিয়ে আম্ফান বয়ে যাবে এটা জানাই ছিল। কলকাতার পূর্ব প্রান্ত দিয়ে ঝড়টি পার করছে। এদিকে ঝড় আসার আগে থেকেই কলকাতার বহু এলাকায় গাছ উপড়ে পড়তে শুরু করে। ল্যাম্পপোস্ট নড়তে দেখা যায়। টিনের চালা উড়ে যায়। ঝড়ের সময় সেই প্রলয় কার্যত বহু মানুষের জন্য ভয়ংকর হয়ে সামনে এসেছে। বিশেষত যাঁরা রাস্তার ধারে অস্থায়ী কুঁড়ে বানিয়ে পরিবার নিয়ে বাস করেন। কলকাতা এমন ঝড় এর আগে আয়লায় কিছুটা প্রত্যক্ষ করেছিল। কলকাতায় ঝড়ের সবোর্চ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে বলে জানানো হয়েছে।

সমুদ্রের কাছে থাকা বহু এলাকায় তাণ্ডব পুরোপুরি বোঝানোর নয়। এতটাই ভয়ংকর সেই ছবি। চারিদিক প্রবল বৃষ্টিতে ঝাপসা। ঝড়ের দাপটে গাছগুলো উথাল পাতাল করছে। অনেক এলাকাই বিদ্যুৎ শূন্য। সমুদ্রের ধারে অনেক জায়গায় জলোচ্ছ্বাস ভয়ংকর চেহারা নেয়। জল ঢুকে আসে নিচু এলাকায়। এখনও তাণ্ডব অব্যাহত। আর তা শেষে গিয়ে কতটা ধ্বংসলীলা চালায়, কত ক্ষয়ক্ষতি হয় তা আগামী বৃহস্পতিবারের আগে বোঝা মুশকিল।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button