Kolkata

আম্ফানের প্রলয়ে তছনছ কলকাতা

এমন ঝড় আগে দেখেনি কলকাতা। ধ্বংসলীলার চেহারাও সাংঘাতিক। বৃহস্পতিবার ভোর থেকে স্পষ্ট সেই ছবি।

কলকাতা : গোটা কলকাতাটার ওপর দিয়ে যে প্রলয় বয়ে গেছে তা বৃহস্পতিবার সকালের আলো ফোটার পরই টের পেল কলকাতা। টের পেল প্রশাসনও। কারণ গত রাতে কিছু জায়গায় কাজ শুরু হলেও ছবিটা এতটাও পরিস্কার ছিলনা। বৃহস্পতিবার সকাল থেকে স্পষ্ট হতে শুরু করে চেহারা। গোটা শহরটা কার্যত একটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অনেক রাস্তায় জল দাঁড়িয়ে আছে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। বেশ কিছু এলাকায় পুরনো বাড়ির পাঁচিল, দেওয়াল ভেঙে পড়েছে।

শহরের অনেক রাস্তার ওপর গাছ পড়ে সেসব রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। সিআইটি রোড, বিটি রোড, যশোর রোড, চিত্তরঞ্জন এভিনিউ সহ অনেক রাস্তার ওপর গাছ পড়েছে। গাছ কেটে সেসব রাস্তা সাফ করার কাজ সকাল থেকেই শুরু হয়। অনেক বাড়িতে জল ঢুকে গেছে। অলিগলির মধ্যেও পরিস্থিতি শোচনীয়। কোথাও গাছ পড়েছে। কোথাও টিনের চালা পড়ে আছে। কোথাও জলের ট্যাঙ্ক ছাদ থেকে ভেঙে পড়েছে রাস্তায়। তারমধ্যে চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের ছেঁড়া তার।


বেহালা, রিজেন্ট পার্ক, পর্ণশ্রীতে কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কোথাও গাছ পড়ে মৃত্যু হয়েছে মানুষের। ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে অনেক মানুষ আম্ফানের প্রলয়ে কমবেশি আহত হয়েছেন। অনেকের বাড়ির জানালা ভেঙেছে ঝড়। অনেকের বাড়ির একতলা এখনও জলের তলায়। পুরসভার তরফে কাজ চলছে পরিস্থিতি স্বাভাবিক করার। তবে শহরটার যা পরিস্থিতি তাতে এ শহরকে পুরনো অবস্থায় ফেরত আনা একদিনের কাজ নয়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button