ধেয়ে আসছে বিপর্যয়, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
ক্রমশ এগিয়ে আসছে বিপর্যয়। বিপর্যয় ঘটাতে তার শক্তিও অনেকটাই বেড়েছে। তাই এবার বিশেষ কিছু জায়গায় সতর্কতাও জারি করল আবহাওয়া দফতর।
শক্তি বৃদ্ধির কাজটা চলছিল। প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, এখন তা পরিণত হল শক্তিশালী ঘূর্ণিঝড়ে। যা বিপর্যয় নাম নিয়ে ধেয়ে আসছে স্থলভাগের দিকে। যার প্রভাব পড়তে চলেছে গুজরাটে।
প্রধানত উত্তর গুজরাটে এর প্রভাব বেশি হবে বলে মনে করছেন আবহবিদেরা। গুজরাটের বন্দরগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাদের আগাম তৈরি থাকতেও বলা হয়েছে। যাতে বিপর্যয়ের বিপর্যয় বড় কোনও ক্ষতি না করতে পারে।
প্রথমে মনে করা হচ্ছিল যে বিপর্যয় পাকিস্তানের দিকে চলে যেতে পারে। এখন তা অতটা মুখ না ঘুরিয়ে গুজরাট দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যার প্রভাব পশ্চিম উপকূলে পড়বে বলেই পূর্বাভাস।
ক্রমে আরবসাগরের ওপরই বিপর্যয় আরও শক্তি বাড়িয়ে ২ থেকে ৩ দিনের মধ্যে ভয়ংকর হয়ে উঠবে। ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে, যেখানে ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছে যেতে পারে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝড়ের এমন দমকা ধাক্কা বড় ক্ষতির কারণ হতেই পারে।
বিপর্যয়ের গতিবিধির ওপর নজর রাখছেন আবহবিদেরা। পাশাপাশি বিপর্যয়ের জেরে ক্রমে পিছিয়ে যাচ্ছে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ। সহজ কথায় বর্ষার প্রবেশ। বর্ষা বিপর্যয়ের প্রভাবে আরও ২ থেকে ৩ দিন পর ঢুকতে পারে বলেই ধারনা বিশেষজ্ঞদের।
এদিকে বিপর্যয়ের কথা মাথায় রেখে কোঙ্কণ উপকূল জুড়ে মৎস্যজীবীদের আরবসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা