দানা বাঁধছে ঘূর্ণিঝড় দানা, কবে কোথায় আছড়ে পড়বে, কি বলছে পূর্বাভাস
কালীপুজোর আগে ঘূর্ণিঝড়ের চোখরাঙানির মুখে পড়তে পারে বাংলা। বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় দানা। কি হবে সামনের কয়েকদিনে। কি বলছে আবহাওয়া দফতর।
কালীপুজোর আগে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের মুখে পড়াটা অভ্যাস করে ফেলেছেন বাংলার মানুষ। এবারও তার অন্যথা হল না। এমনিতেই বর্ষা বিদায়ের ঠিক পর এবং শীতের আগমনের ঠিক আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। এবারও তাই হয়েছে।
মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। যা বুধবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে দানা। কাতারের দেওয়া এই নাম।
দানা অর্থাৎ দামি সুদর্শন মুক্তো। নামটির অর্থ সুন্দর হলেও তা স্থলভাগে আছড়ে পড়ার পর কি পরিস্থিতি তৈরি হবে তা এখনও বোঝা যাচ্ছেনা। এটির উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়েই স্থলভাগে প্রবেশ করার কথা।
বৃহস্পতিবার সকালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। কোথা দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে চলেছে? এটা এখনও পরিস্কার নয়। তবে আবহবিদেরা এটা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি ওড়িশা বা পশ্চিমবঙ্গের কোনও স্থান দিয়েই প্রবেশ করবে।
এর জেরে আগামী বুধবার ২ মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার স্থলভাগে প্রবেশের দিন অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
ভারী বৃষ্টির মুখে পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। শুক্রবারও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দুর্যোগের মধ্যেই কাটতে চলেছে সপ্তাহের মধ্যভাগ। সপ্তাহান্তে গিয়ে এই ঝড়বৃষ্টির প্রভাব কাটতে পারে।