National

কলকাতায় ২ দিন কমলা সতর্কতা, কোথা দিয়ে কবে স্থলভাগে ঢুকছে ঘূর্ণিঝড় দানা

ঘূর্ণিঝড় কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে তা অবশ্যই সকলের অন্যতম প্রশ্ন। কারণ যেখান দিয়ে ঢুকবে সেখানেই তছনছ সবচেয়ে বেশি হবে।

বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে দানা। যা তৈরি হওয়ার পর সমুদ্রের ওপরই শক্তিবৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।

ফলে ওড়িশার পুরী থেকে বাংলার সাগরদ্বীপের মধ্যে কোনও একটা অংশ দিয়ে তা স্থলভাগে প্রবেশ করতে পারে। যার জেরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ব্যাপক প্রভাব পড়বে। ভয়ংকর তছনছের শিকার হতে পারে বিস্তীর্ণ এলাকা।


মনে করা হচ্ছে আগামী বৃহস্পতিবার সন্ধের পর দানা স্থলভাগে প্রবেশ করতে পারে। ফলে তাণ্ডব হবে অন্ধকারে। ঠিক যেমন হয়েছিল আম্ফানের ক্ষেত্রে।

যখন দানা প্রবেশ করবে তখন তার ঝড়ের গতি থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা ঝড়ের গতি হবে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।


বাংলার দিঘা সহ বিস্তীর্ণ উপকূলে এই ঘূর্ণিঝড় ভয়ংকর তাণ্ডব চালাতে পারে বলে আগে থেকেই সতর্ক প্রশাসন। দানা-র ওড়িশা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অনুমান যে পুরীতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই পর্যটকদের পুরীতে আসা চাইছে না প্রশাসন। যাঁরা রয়েছেন তাঁদেরও ফিরে যেতে অনুরোধ করা হয়েছে।

২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পুরীতে সতর্কতা থাকছে। এমন মনে করা হচ্ছে যে ফণীর মত দানাও পুরীতে তছনছ চালাতে পারে। সেই সঙ্গে ওড়িশার ১৪টি জেলার সব স্কুলে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

বাংলায় যে ৯টি জেলায় দানার সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে তার মধ্যে কলকাতাও রয়েছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় দানার প্রভাব পড়বে।

কলকাতায় বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রয়েছে কমলা সতর্কতাও। বৃহস্পতিবার লাল সতর্কতা থাকছে ২ মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

এছাড়া কমলা সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে বৃহস্পতিবার ভাসতে চলেছে বাংলা।

শুক্রবারও বৃষ্টির দাপট প্রায় একই থাকবে। লাল সতর্কতা থাকছে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের জন্য। প্রবল বৃষ্টির কমলা সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায়। বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button