শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ফণী। কিন্তু তার প্রভাবে উত্তরপ্রদেশে মৃত্যু হল ৮ জনের। তাও আবার ফণী আছড়ে পড়ার আগের রাতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে রাতে ফণীর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু বাজ পড়তে থাকে। সেই বাজে উত্তরপ্রদেশের ২ জেলা মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার সাহেবগঞ্জের রাম মাদো গ্রামে ৪ জনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও এখানে প্রবল ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়েছে প্রচুর। একটি গাছ এক বৃদ্ধের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়া সোনভদ্র জেলার পান্নুগঞ্জ এলাকায় ৩ যুবকের ওপর বজ্রাঘাত হয়। ঘটনাস্থলেই ১ যুবকের মৃত্যু হয়। অন্য ২ জন বাজের ঘায়ে গুরুতর আহত হন। এঁরা সম্পর্কে ২ ভাই। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার সকালে তাঁদের হাসপাতালেই মৃত্যু হয়।
মৌসম ভবন জানিয়েছে উত্তরপ্রদেশে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণ ঘূর্ণিঝড় ফণী। ফলে ফণী যতদিন তার শক্তি ধরে রাখছে ততদিন তার প্রভাব উত্তরপ্রদেশেও পড়বে। আগামী ২ দিন উত্তরপ্রদেশেও ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)