ঘূর্ণিঝড় মোকা কোথায় প্রভাব ফেলবে না, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। সেই ঘূর্ণিঝড় নিয়ে জল্পনার অন্ত নেই। সবচেয়ে বড় প্রশ্ন তা কোন দিকে যাবে। মোকা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে মে মাস মানেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। এ দেখে এখন অভ্যস্ত হয়ে পড়েছে বঙ্গোপসাগর তীরবর্তী রাজ্যগুলি। মে মাস এলেই তারা তৈরি থাকে ঝড়ের মোকাবিলার জন্য।
এবারও মে মাস পড়তেই বঙ্গোপসাগরে জন্ম নেওয়ার পরিস্থিতি তৈরি হল একটি ঘূর্ণিঝড়ের। যা এখন ক্রমশ তৈরি হচ্ছে। আগামী ৯ মে ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।
এর জেরে আন্দামান ও নিকোবরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি জন্ম নেওয়ার পর তা উত্তর দিকে ধাবমান হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।
ফলে মৌসম ভবনের তরফে তামিলনাড়ুকে অনেকটা নিশ্চিন্ত করা হয়েছে। এই ঝড়ের প্রভাব যে তামিলনাড়ুর ওপর পড়বে না তা আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। পড়লেও তা নেহাতই মামুলি প্রভাব হবে।
ঘূর্ণিঝড়টি জন্ম নেওয়ার পর তা মোকা নাম নিয়ে ধাবমান হবে স্থলভাগের দিকে। কিন্তু কোন দিকে যাবে সেটি? এটাই এখন বড় প্রশ্ন।
বিভিন্ন মহলে শোনা যাচ্ছে মোকা ভারতে নয় মায়ানমারে প্রভাব ফেলবে। বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু ভারতে তার প্রভাব নাও পড়তে পারে।
তবে মৌসম ভবন এখনই কিছু জানাচ্ছে না। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরই তার গতিপথ কোন দিকে হতে পারে সে সম্বন্ধে তারা পূর্বাভাস দিতে পারে।
এখন মোকা তার অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এখনই তার গতিপথ নিয়ে কোনও কিছু বলতে চায়নি মৌসম ভবন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা