প্রবল শক্তিশালী মোকা আছড়ে পড়লে এ দেশে কি ক্ষতি হবে, জানাল হাওয়া অফিস
ঘূর্ণিঝড় মোকা বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এখন প্রবল শক্তিশালী। এগিয়ে এসে আছড়ে পড়বে স্থলভাগে। যার জন্য এ দেশের যেসব জায়গা ক্ষতির মুখে পড়বে।
বঙ্গোপসাগরে যে যতটা সময় কাটাবে ততই তার শক্তি বাড়বে। ঘূর্ণিঝড়ের এটাই ধর্ম। ঘূর্ণিঝড় মোকা সেই কাজটা বেশ গুছিয়েই করছে। ফলে তার শক্তি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।
আবহবিদেরা জানাচ্ছেন, রবিবার দুপুর নাগাদ আছড়ে পড়তে পারে মোকা। তবে ভারতে নয় বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সে। ঝড়ের গতি হবে প্রায় ১৫০ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টি।
বাংলাদেশ, মায়ানমার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব থেকে রেহাই পাবেনা ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি। ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড ও অসমের দক্ষিণাংশে মোকার প্রভাব পড়তে চলেছে।
যার জেরে সেখানে প্রবল বৃষ্টি হবে। সঙ্গে হাওয়ার দাপট থাকবে। তবে পশ্চিমবঙ্গে মোকার প্রভাব সেভাবে পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস।
মোকা এখনও উত্তর মুখে এগোতে এগোতে মধ্য বঙ্গোপসাগরের কাছ থেকে উত্তরপূর্ব দিকে মুখ ঘোরাবে। তাই পশ্চিমবঙ্গের এ যাত্রায় রেহাই মিলেছে। তবে রেহাই মিললেও প্রশাসনের তরফে কোনও আলস্য দেখানো হচ্ছেনা।
উপকূলীয় এলাকায় সতর্কতা নেওয়া হয়েছে। এনডিআরএফ সদস্যরা তৎপর রয়েছেন। প্রশাসনের তরফেও আবহাওয়া দফতরের পূর্বাভাসে নজর রাখা হচ্ছে। যদিওবা মোকার কোনও প্রভাব উপকূলে এসে পড়ে তাহলে যাতে তা দ্রুত মোকাবিলা করা যায় সেজন্যই এই সতর্কতা।
এদিকে মোকার প্রভাবে প্রবল গরম থাকলেও শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসা শুরু হয়েছে। কলকাতায় মেঘে ঢাকা পড়েছে আকাশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা