দক্ষিণ চিন সাগরের ওপর জন্ম নেওয়া দানব ঝড় ‘পাবুক’ ধেয়ে আসছে থাইল্যান্ডের দক্ষিণ উপকূলের দিকে। যার পূর্বাভাস গত বৃহস্পতিবার থেকেই ছিল। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজও শুরু করেছিল প্রশাসন। তা শুক্রবার আরও গতি পায়। কারণ এদিনই সন্ধেয় পাবুক আছড়ে পড়ার কথা। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতি থাকবে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। যা থেকে এলাকা জুড়ে ধস ও হড়কা বানের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
থাইল্যান্ডের সমুদ্র উপকূলে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। এখানকার অন্যতম পর্যটক আকর্ষণ সামুই, তাও এবং ফাংগন-এ বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। সামুই থেকে সব বিমান বাতিল করা হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণ অংশ থেকে প্রায় সব বিমানই বন্ধ। মৎস্যজীবীরাও সমুদ্রে যাচ্ছেননা। সবাই এখন তটস্থ পাবুক কী খেল দেখায় তা প্রত্যক্ষ করার জন্য।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)