প্রায় ঢুকে পড়ল রেমাল, রাতে ঝড়ের দাপট কোথায় কেমন হতে চলেছে
প্রায় স্থলভাগে ঢুকে পড়ল রেমাল। ঘূর্ণিঝড়টির অবস্থান এখন আর স্থলভাগ থেকে ২০০ কিলোমিটারও নেই। রাত বাড়লে ঝড়ের দাপটও বাড়তে থাকবে।
আসছি আসছি চলছিল সারাদিন ধরেই। এবার সেই অতি শক্তিধর রেমাল প্রায় এসেই পড়ল স্থলভাগের কাছে। বাংলার সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে মোংলা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে রেমাল। রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ করার কথা।
বিকেলে এই ঝড় স্থলভাগ থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ, এই ২ জায়গাতেই উপকূলে প্রবল ঝড় শুরু হয়েছে। রাত যত বাড়বে, ঝড় যত এগোবে ততই ঝড়ের গতি বাড়বে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝড় প্রবেশের সময় তা বাংলাদেশে প্রবেশ করলেও তার প্রবল দাপট সহ্য করতে হবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনাকে। যেখানে ঝড়ের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াবে।
কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত। নদিয়া ও পূর্ব বর্ধমানে তার চেয়ে কিছুটা ধীরে হবে ঝড়ের গতি। ফলে রাত যত বাড়বে দুর্যোগ তত বাড়বে। ঝড়ের দাপট তত বাড়বে।
প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে। ঝড়টি এখন স্থলভাগে প্রবেশের অপেক্ষা। ঠিক তখন কি পরিস্থিতির সৃষ্টি হয় তা জানতে এখন আর কয়েক মুহুর্তের অপেক্ষা।
রেমাল প্রবেশ করার পর তার প্রভাবে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের প্রথম দিনে বৃষ্টির দাপটের মুখে পড়তে হতে পারে কাজে বার হওয়া মানুষজনকে।