কোন পথে রেমাল, গতি কত, আর কত ঝড়বৃষ্টি বাংলায়, জানাল হাওয়া অফিস
ক্রমে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে রেমাল। কত গতিতে কোন পথে এগিয়ে যাচ্ছে রেমাল। বাংলায় আর কত ঝড়বৃষ্টি হবে, জানাল হাওয়া অফিস।
কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় সোমবার সকাল থেকেই রেমালের দাপটে ঝড়বৃষ্টিতে নাজেহাল জনজীবন। সোমবার সপ্তাহের শুরুর দিনেই অনেকে কর্মক্ষেত্রে পৌঁছতে পারেননি। গেলেও সঠিক সময়ে পৌঁছননি। পার্ক স্ট্রিট স্টেশনে জল জমে মেট্রো চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়।
রাস্তায় বাসের দেখা নেই। যানবাহন নেই বললেই চলে। আবহাওয়া দফতর জানাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাংশে প্রভাব ফেলা ঘূর্ণিঝড় রেমাল সোমবার বিকেল থেকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে এগোতে থাকবে উত্তর দিকে। মাঝরাতে পৌঁছে তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
মঙ্গলবার সকালের মধ্যে তা আরও শক্তি হারাবে। রেমাল সোমবার সকালে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর দিকে এগিয়েছে। রেমালের জেরে উত্তরপূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। সোমবার পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
রেমালের জেরে কলকাতা শহরের বড় অংশ জলের তলায় চলে গেছে। সোমবারও লাগাতার বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তোলে। রাতের বৃষ্টিতে জমে থাকা জল নামা দূরে থাক আরও বৃষ্টিতে তা বরং অনেক জায়গায় বেড়ে গিয়েছে।
ফলে সেসব পথে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পথচলতি সাধারণ মানুষ সমস্যায় পড়েন। গাছ পড়ে অনেক রাস্তায় সকাল থেকেই যান চলাচলে সমস্যা তৈরি হয়েছিল।
সোমবার সারাদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানানো হয়েছে। ক্রমে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলে যাবে। শুকনো হবে আবহাওয়া।