ঝড়ে আম কুড়োতে গিয়ে মৃত ৪
প্রবল ঝড় বইছে। তাতে আম পড়েছে গাছ থেকে। সেই আম কুড়োতেই ছুটেছিল তারা। সেখানেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪টি প্রাণ।
শক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে তখন গজরাচ্ছে সাগরের ওপর। যার প্রভাবে ততক্ষণে কেরালা, কর্ণাটক ও গোটা উপকূল তছনছ হয়ে গেছে। গোয়ায় ২ জনের মৃত্যুও হয়েছে।
এই পরিস্থিতিতে তাউতে এগোচ্ছিল গুজরাটের দিকে। যার প্রভাব পড়েছিল রাজস্থানেও। রাজস্থানের অনেক জায়গায় রবিবার রাত থেকেই প্রবল ঝড় শুরু হয়। আর গরমকালে ঝড় মানেই তো আম গাছ থেকে টুপ টুপ করে আম পড়া।
গ্রামাঞ্চলে ঝড়ে পড়া আম কুড়নোর একটা মজা উপভোগ করে সেখানকার কিশোর মন। অবশ্য আম কুড়নোর লোভ সামলাতে পারেননা বড়রাও।
রবিবারও তাউতের প্রভাবে হওয়া ঝড়ে আম গাছ থেকে আম পড়তে দেখে ঝড়ের মধ্যেই আম কুড়োতে ছুট লাগিয়েছিল ১০ থেকে ১২ বছরের ৩ কিশোর। সঙ্গে ছিলেন এক ৪৬ বছরের মধ্যবয়স্ক ব্যক্তি।
সেই ঝড়জলের রাত কিন্তু তাঁদের জন্য সুখের হল না। কারণ ঝড়ের সঙ্গে হচ্ছিল মুহুর্মুহু বজ্রপাত। সেই বজ্র ঝলকানি এসে পড়ে ওই ৪ জনের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
এই ঘটনায় রাজস্থান সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজস্থানের দুঙ্গারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঝড়ের দাপটে প্রচুর গাছ এদিন উপড়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা