National

‘তাউতে’ কাড়ল ৬টি প্রাণ, বন্ধ বিমানবন্দর, স্তব্ধ জনজীবন

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে এবার ঝাপটা মারল মহারাষ্ট্রে। মৃত্যু হল ৬ জনের। ভয়ংকর পরিস্থিতি হল মুম্বই সহ উপকূলীয় এলাকায়। উপড়ে পড়ল গাছ।

কেরালা, কর্ণাটক, গোয়ার পর এবার মহারাষ্ট্রের ওপর ঝাপটা মারল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে। যা কার্যত মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ঝড় ও বৃষ্টির কারণে মহারাষ্ট্রে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ৯ জন। প্রায় আড়াই হাজার বাড়ি ধ্বংস হয়েছে।


অগুন্তি গাছ উপড়ে পড়েছে কোঙ্কণ উপকূল জুড়ে। খোদ মুম্বই শহরেও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট।

আম্ফানের তাণ্ডব গত বছর প্রত্যক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। সেই স্মৃতি থেকেই তাঁরা বেশ বুঝতে পারছেন তাউতে-র তাণ্ডব কতটা ভয়াবহ।


এদিকে ওই উথালপাতাল করা আরবসাগরে ৪১০ জন বিভিন্ন ভেসেলে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে পাড়ি দিয়েছে নৌবাহিনীর ৩টি জাহাজ। একদম ঝড়ের গতিপথের মধ্যেই আটকে আছে একটি ভেসেল। তাঁদের উদ্ধার করাটাই এখন বড় চ্যালেঞ্জ।

তাউতে-র তাণ্ডবের পর গোয়া বিদ্যুৎশূন্য হয়ে পড়ে। মুম্বইতে তেমনটা না হলেও পরিস্থিতি যা তাতে ঘরেই ঢুকে পড়েছেন মানুষজন।

পরিস্থিতির কারণে মুম্বই বিমানবন্দর সোমবার বেলা ১১টা নাগাদ বন্ধ হয়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button