আম্ফানের স্মৃতি উস্কে রাজ্যের দিকে ধেয়ে আসছে ‘যশ’
গত বছর এই সময়েই আম্ফান আছড়ে পড়ে। প্রায় একই সময় এবছর আছড়ে পড়তে চলেছে আর এক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়।
গত বছরের আম্ফানের স্মৃতি শুধু টাটকাই নয়, সুন্দরবন এলাকায় এখনও বহু এলাকা আম্ফানের ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেনি।
এদিকে কেটে গেছে ১ বছর। মে মাসের ২০ তারিখে গত বছর আছড়ে পড়েছিল আম্ফান। এ বছরও প্রায় সমসাময়িক সময়েই এই রাজ্যের দিকে ধেয়ে আসছে আর এক সুপার সাইক্লোন যশ। আপাতত বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যশ। এমনটাই মনে করছেন আবহবিদেরা। যশ যেভাবে তার শক্তি বৃদ্ধি করে চলেছে তাতে তা ভয়ংকর তাণ্ডবলীলার কারণ হতে পারে।
আবহাওয়া দফতর মনে করছে যশ পশ্চিমবঙ্গের সুন্দরবনের ওপর আছড়ে পড়তে পারে। সুন্দরবনে আগামী ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়বে এই সুপার সাইক্লোন। তারপর তা ক্রমশ বাংলাদেশের দিকে চলে যাবে।
এখনও পর্যন্ত যশের গতিপ্রকৃতি তাই বলছে বলে মনে করছেন আবহবিদেরা। যশ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হওয়ায় এবং পূর্বাভাস থাকায় রাজ্যসরকারের পক্ষে প্রস্তুতি নেওয়াও সময় থাকছে।
আছড়ে পড়ার সময় ঝড়ের গতি কত থাকতে পারে সে সম্বন্ধে অবশ্য এখনও কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর। যশ-এর শক্তি বৃদ্ধি ও গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দফতর।