গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিল যশ
গত শনিবার থেকেই তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের চেহারা নিয়েছিল। সোমবার সকালে পূর্বাভাস মেনেই তা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিল।
গভীর নিম্নচাপ থেকে তা যে সোমবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলে গেল। এদিন মৌসম ভবনের তরফ থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় যশ তৈরি হয়ে গেছে। এবার তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে।
এখন ঝড়টি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার পরও যশ শক্তি বাড়াতে থাকবে। বুধবার সকালের মধ্যে যশ অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
বুধবার বিকেলে সেই দানব ঝড় ওড়িশার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের কোথাও স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। এমনও অনেকের মত যে যশ আম্ফানের চেয়ে কম শক্তিশালী হবে না।
ইতিমধ্যেই ভারতীয় সেনার ৩ বিভাগ তৈরি রয়েছে উদ্ধারকাজে। এনডিআরএফ জওয়ানরা পৌঁছে গেছেন বিভিন্ন উপকূলীয় এলাকায়।
উপকূলীয় এলাকায় ঝোড়ো হওয়া সোমবার অল্প অল্প করে বাড়তে থাকবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তরফে তৈরি রাখা হয়েছে কন্ট্রোল রুম। কলকাতা পুরসভার তরফেও ঝড়বৃষ্টি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা