Kolkata

স্বস্তি পেল পশ্চিমবঙ্গ, আছড়ে পড়ছে না যশ

পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেভাবে আম্ফান গিয়েছিল, যশ সেই তাণ্ডব অন্তত দেখাতে পারবে না। কারণ যশ এ রাজ্যের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করছে না।

সোমবার দুপুর পর্যন্তও এ রাজ্যের মাথার ওপর খাঁড়াটা ঝুলছিল। গত বছর আম্ফানের ধাক্কা কাটানোর পর এবার ফের যশ চোখ রাঙাচ্ছিল। কিন্তু এ রাজ্যের জন্য স্বস্তির কথাই শোনাল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে এ রাজ্যের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করছেনা যশ। যশ প্রবেশ করছে ওড়িশার বালাসোরের আশপাশ দিয়ে। ফলে তার প্রভাব এ রাজ্যের পূর্ব মেদিনীপুরে কিছুটা পড়বে।


আবহাওয়া দফতর মনে করছে বালাসোর দিয়ে প্রবেশ করে পূর্ব মেদিনীপুর ছুঁয়ে ঝড়টি ঝাড়খণ্ড ও বিহারের দিকে চলে যাবে। ফলে ইতিমধ্যেই বিহারে নীল সতর্কতা জারি হয়েছে। ঝাড়খণ্ডও ঝড় মোকাবিলায় তৈরি হচ্ছে।

ফলে যে গতিপথে ঝড় স্থলভাগে প্রবেশের পর এগোবে তাতে পশ্চিমবঙ্গের গায়ে সেভাবে আর আঁচ আসছে না। তবে বৃষ্টি হতেই পারে। ঝোড়ো হাওয়াও বইবে।


যদিও যশ মোকাবিলায় পশ্চিমবঙ্গ যেভাবে তৈরি ছিল সেভাবেই তৈরি থাকছে। ঝড়ের গতিপথের দিকে নজর রাখছেন আবহবিদেরা।

এদিকে ওড়িশাও এ রাজ্যের মতই তৈরি ছিল। বালাসোরের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশের কথা জানার পর সেখানে প্রস্তুতি আরও বেড়েছে।

প্রসঙ্গত সোমবার পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যশ নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যশ মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের জন্য ৬০০ কোটি টাকা ও পশ্চিমবঙ্গের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। যা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Show Full Article
Back to top button