State

আরও কাছে যশ, দিঘায় উত্তাল সমুদ্র

যশ ক্রমশ স্থলভাগের কাছে এগিয়ে আসছে। ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশের কথা। তার প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরেও। ইতিমধ্যেই দিঘায় উত্তাল সমুদ্র।

যশ বেশ দ্রুতই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার গতিপথও আবহবিদদের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবারই আছড়ে পড়বে স্থলভাগে।

এখন মনে করা হচ্ছে দুপুরের আগেই হয়তো আছড়ে পড়তে পারে যশ। ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে যশ।


যার প্রভাব পড়বে এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায়। যা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন এখানকার উপকূলবর্তী এলাকার মানুষজন।

দিঘায় ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। চলছে বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। দিঘার সমুদ্র সৈকত জনশূন্য। কালো মেঘে ঢাকা পড়েছে দিঘা ও তার আশপাশের এলাকা।


ইতিমধ্যে লক্ষাধিক মানুষকে উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এনডিআরএফ জওয়ানরা তো রয়েছেনই, সেইসঙ্গে দিঘায় উদ্ধারকাজে আগে থেকেই প্রস্তুত থাকছে সেনা। মঙ্গলবারই সেনা পৌঁছচ্ছে সেখানে।

এদিকে নিচু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এনডিআরএফ জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সরতে বলেছেন। বুধবার পূর্ণিমা হওয়ায় জলোচ্ছ্বাসের চেহারা আরও ভয়ংকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শুধু দিঘা বলেই নয়, পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় যেখানেই জনবসতি রয়েছে সেখানেই তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Show Full Article
Back to top button