কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ১৩ জন খনি শ্রমিকের। ঘটনাটি ঘটেছে চেক রিপাবলিকের কারভিনা শহরের কাছে সরকার পরিচালিত একটি কয়লা খনিতে। যে ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে তার মধ্যে ১১ জন পোল্যান্ডের বাসিন্দা। ২ জন চেক রিপাবলিকের নাগরিক। এই ১৩ জন ছাড়াও মিথেন বিস্ফোরণে আরও ১০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে খনির একটা বড় অংশ ধ্বংস হয়ে গেছে। খনির একটা অংশ পর্যন্ত পৌঁছতে পেরেছেন উদ্ধারকারীরা। তারপর আগ এগোনো সম্ভব হয়নি। কারণ সেখানে আগুন জ্বলছে। কিছু দেখাও যাচ্ছেনা। ফলে সেখানে এগোনোর চেষ্টা বিপজ্জনক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা