হরিণের বিরুদ্ধে চুরির অভিযোগ করে পুলিশের দ্বারস্থ শিকারি
শিকারির এখন মাথায় হাত। তিনি অনেক চেষ্টা করেও ওই হরিণের খোঁজ পাননি। ফলে পুলিশে হরিণের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন তিনি।
প্রাগ : পুলিশের কাছে হাজির হন এক শিকারি। তিনি জানান তাঁর অভিযোগ জানানোর আছে। পুলিশ অভিযোগ লিখতে গিয়ে শিকারির বয়ানে চমকে যায়। বলেন কী শিকারি!
হরিণের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন তিনি! হরিণ চুরি করেছে? এমন অভিযোগ তো কখনও শোনেনি তারা। কিন্তু শিকারিও নাছোড়। হরিণের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করবেনই।
শিকারি পুলিশকে খুলে বলেন সব কিছু। শিকারির দাবি, তিনি একা ছিলেননা। তাঁরা কয়েকজন গিয়েছিলেন জঙ্গলে। জঙ্গলের মধ্যেই একটি ক্যাম্প করে বসেছিলেন তাঁরা।
সেই সময় একটি কুকুরের আওয়াজ পান তাঁরা। কুকুরের তাড়া খেয়ে একটি হরিণকে জঙ্গলের মধ্যে থেকে ছুটেও আসতে দেখেন সকলে।
ওই শিকারির দাবি, তাঁর কাঁধে তখন ঝুলছিল ০.২২ হর্নেট রাইফেল। হরিণটা তাঁরই সামনে চলে আসে। তারপর কিছু বুঝে ওঠার আগেই হরিণটা তাঁর জামা ছিঁড়ে দেয়।
এরমধ্যেই তাঁর বন্দুকটি পিছলে হরিণের শিংয়ে জড়িয়ে যায়। ভাগ্যক্রমে তাতে গুলি ভরা ছিলনা। কিন্তু শিংয়ে বন্দুক পেঁচিয়ে যাওয়ার পরই হরিণটি ফের ছুট লাগায়।
শিকারি দেখেন তাঁর বন্দুক নিয়ে হরিণটা জঙ্গলের মধ্যে চলে গেল। এরপর বেশ কিছুটা সময় কেটে গেছে। তাঁদেরই দলের অন্য এক শিকারি তাঁকে এসে জানান ওই জায়গা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তিনি হরিণটির দেখা পেয়েছিলেন।
তখনও বন্দুকটি হরিণের শিংয়ে ঝুলছিল। এরপর শিকারিরা সকলে মিলেই হন্যে হয়ে জঙ্গলে খুঁজে বেড়ান হরিণটিকে। কিন্তু তার আর দেখা মেলেনি।
ঘটনাটি ঘটেছে চেক রিপাবলিকের একটি জঙ্গলে। হরিণ তাঁর বন্দুক নিয়ে পালিয়েছে এই অভিযোগ দায়ের করেছেন ওই শিকারি। পুলিশ এটা ঘোষণা করেছে যদি কেউ ওই বন্দুকটির খোঁজ পান তাহলে তিনি যেন অবিলম্বে তাদের সঙ্গে যোগাযোগ করেন।
এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় সংবাদমাধ্যমে হৈচৈ পড়েছে। হরিণ বন্দুক নিয়ে পালিয়ে গেছে একথায় হাসির রোল উঠেছে। এদিকে ওই শিকারি এখনও খোঁজ চালাচ্ছেন যাতে তিনি তাঁর বন্দুকটি ফেরত পান।