আকাশ থেকে ৮ কোটি টাকার বৃষ্টি, টাকা লুফতে ধাক্কাধাক্কি
যিনি টাকা ওড়ালেন তাঁর মতে এটাই পৃথিবীর প্রথম সত্যিকারের টাকার বৃষ্টি। ৮ কোটি ৩২ লক্ষ টাকা তিনি স্রেফ আকাশ থেকে উড়িয়ে দিলেন কিছু মানুষের জন্য।
একটি সিনেমা তৈরি করেছিলেন তিনি। সেই সিনেমায় একটি কোড ছিল। যার অর্থ যিনি সঠিকভাবে বলতে পারবেন তাঁকে তিনি পুরো অর্থ তুলে দেবেন। সেটাই তাঁর পুরস্কার। কিন্তু সেই কোডের মানে কেউই উদ্ধার করতে পারেননি। ফলে কারও ভাগ্যেই ওই অর্থ জুটল না।
চেক প্রজাতন্ত্রের নাগরিক বিখ্যাত ইনফ্লুয়েন্সার তথা টিভি হোস্ট কামিল বার্তোশেক, যিনি কাজমা নামে বেশি পরিচিত, তিনি এই পুরস্কার ঘোষণা করেছিলেন। কেউই না পাওয়ায় তিনি এরপর সিদ্ধান্ত নেন না পারলেও যাঁরাই এতে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে এই টাকা তিনি ভাগ করে দেবেন।
সেইমত যে কজন এই কোড ভাঙার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাঁদের ইমেল করে কাজমা একটি স্থানে জড়ো হতে বলেন। সময়ও বলে দেন। আর ঠিক সেই সময় একটি হেলিকপ্টারে চেপে সেখানে হাজির হন কাজমা।
হেলিকপ্টারের নিচে একটি আয়তকার বাক্সে ভরা ছিল এই ১০ লক্ষ ডলার। যা কাজমা মাঠে জড়ো হওয়া মানুষের মাথার কাছে পৌঁছে উড়িয়ে দেন। টাকার বৃষ্টি হতে দেখেন সকলে।
ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাঁরাই ইমেলে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তাঁরা সকলেই ওই টাকা লুফে নিতে শুরু করেন। কুড়োতেও শুরু করেন।
টাকা নিতে হুড়োহুড়ি পড়ে যায়। এই টাকা ওড়ানো এবং তা ধরতে মানুষের চেষ্টার ছবি কাজমা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ১০ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৩২ লক্ষ টাকার কিছু বেশি, সেই অর্থ এভাবে আকাশে উড়ছে এটা দেখতে ইন্টারনেটেও হুড়োহুড়ি নজরে পড়েছে।