হাঁটতে বেরিয়ে অসামান্য আবিষ্কার, গুপ্তধনের দেখা পেলেন মহিলা
নিছক হাঁটতে বেরিয়েছিলেন তিনি। আর সেই হাঁটতে বেরিয়ে পেয়ে গেলেন গুপ্তধন। বিশেষজ্ঞেরা বলছেন এ গুপ্তধন কোটি কোটি টাকার লটারি জেতার সমান।
শরীর আর মনকে সুস্থ রাখতে, ভাল রাখতে, অনেকেই হাঁটতে বার হন। ওই মহিলাও হাঁটতে বেরিয়েছিলেন। তিনি কি আর জানতেন যে তাঁর ভাগ্যের চাকা এভাবে ঘুরে যাবে কয়েক মুহুর্তে। সেটাই তো হল।
হাঁটতে বেরিয়ে তিনি এক গুপ্তধনের সন্ধান পেলেন। যা প্রায় ৯০০ বছর আগে সেই যে মাটির তলায় লুকিয়েছিল, তারপর আর তার সন্ধান কেউ পাননি। হাঁটতে বেরিয়ে ওই মহিলা কিছু কয়েন পান। যেগুলি তৈরি হয়েছে মূলত রূপো দিয়ে।
তবে তার সঙ্গে কিছুটা অন্য ধাতুর সংমিশ্রণ রয়েছে। রূপোটাই সবচেয়ে বেশি রয়েছে। বিশেষজ্ঞেরা ওই কয়েন পরীক্ষার পর জানিয়েছেন ১০৮৫ সাল থেকে ১১০৭ সালের মধ্যে প্রাগে ওই কয়েন তৈরি করা হয়েছিল।
এমন ২ হাজার ১৫০টি কয়েনের খোঁজ মিলেছে। যা চেক প্রজাতন্ত্রের কুটনোহরস্ক এলাকা থেকে উদ্ধার হয়েছে। স্থানীয় এক মহিলা হাঁটতে বেরিয়ে এই কয়েনের সন্ধান পান।
বিশেষজ্ঞদের কাছে এই কয়েন এতটাই মূল্যবান যে তা কোটি কোটি টাকার লটারি জেতার সমান। একটা দশকে এমন খোঁজ একবারই মেলে বলেও মনে করছেন তাঁরা। ফলে ওই মহিলার এই প্রাপ্তি এক অসামান্য আবিষ্কার হিসাবেই মনে করা হচ্ছে।
যে সময় এই কয়েনগুলি তৈরি করা হয়েছিল, সে সময় রাজনৈতিক অস্থিরতার কারণে সেগুলিকে সেরামিকের পাত্রে ভরে মাটির তলায় লুকিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই পাত্র ভেঙে যায় এক সময়। কয়েনগুলি ওখানেই মাটির তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এত বছর ধরে।