দ্বিপাক্ষিক সম্পর্কে বিচ্ছেদের পরিস্থিতি এড়াতে ভারতের চিনের মৌলিক উদ্বেগের বিরুদ্ধে যাওয়া থেকে বিরত থাকা উচিত। সোমবার কার্যত হুমকির সুরেই একথা জানিয়ে দিল চিন। গত ১৭ মার্চ রাজগিরে বৌদ্ধধর্ম সংক্রান্ত একটি সেমিনারের উদ্বোধন করতে ভারতে পা রাখেন তিব্বতি ধর্মগুরু ৮১ বছরের দলাই লামা। আগে থেকেই দলাই লামাকে ভারতে আসতে দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল চিন। কিন্তু চিনের সেই ওজর আপত্তিকে পাত্তা না দিয়েই ভারত দলাই লামাকে সাদরে দেশের মাটিতে পা রাখতে দেয়। তারপর থেকেই ফুঁসছিল চিন। কারণ এর আগেও অরুণাচলে দলাই লামার আসা নিয়ে আপত্তি জানিয়েও কোনও কাজ হয়নি। চিনের সেই হুঁশিয়ারিকেও ফুঁৎকারে উড়িয়ে অরুণাচলে দলাই লামাকে আসতে দেয় ভারত সরকার। তারপর রাজগির আগুনে ঘৃতাহুতির সমান। সোমবার আর চুপ থাকতে পারলনা চিন। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার হুমকিও ছুঁড়ে দিল বেজিং।