তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে অরুণাচল প্রদেশের বিতর্কিত এলাকায় যেতে দিয়ে ভারত তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুতর ক্ষতি করল। এদিন চিনে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত বিজয় গোখলের কাছে একথা পরিস্কার করে জানিয়ে দিল বেজিং। তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ভারতে প্রবেশ করতে দিতেই নিষেধ করেছিল চিন। কিন্তু সে কথা কানে তোলেনি ভারত। অবশ্যই এনএসজি নিয়ে চিনের ব্যাগরা দেওয়া নিয়ে ভারতের একটা ক্ষোভ তো রয়েছেই। তার মধ্যেই দলাই লামার ভারত সফর নিয়ে আগে থেকেই চিনের আপত্তি চলছিল। যদিও চিনের আপত্তি বা চোখ রাঙানি, কোনও কিছুর তোয়াক্কা না করেই দিল্লি সাদরে দলাই লামাকে ভারতে প্রবেশাধিকার দিয়েছে। অসমে প্রথম পা দেওয়ার পর গত মঙ্গলবার ন’দিনের সফরে অরুণাচলের বমডিলায় হাজির হন দলাই লামা। চিনের দাবি, তাদের বারণ সত্ত্বেও অরুণাচলের বিতর্কিত এলাকায় দলাই লামাকে যেতে দিয়ে ভারত গুরুতর সমস্যা সৃষ্টি করল। যা দ্বিপাক্ষিক সম্পর্কে বড়ধরণের প্রভাব ফেলবে। এতে ভারতের ভাল হবে না বলেও কার্যত হুমকি দিয়েছে চিন। চিন তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় যা করার করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেজিং।