World

দলাই লামা কার্ড ব্যবহার করলে ফল ভুগতে হবে ভারতকে, হুমকি চিনা সংবাদমাধ্যমের

ভারত যদি দলাই লামা কার্ড বারবার ব্যবহার করতে থাকে তবে তার মূল্যও চোকাতে হবে তাদের। এদিন সরাসরি ভারতকে হুমকি দিয়ে একথা জানিয়ে দিল চিনের সরকারি সংবাদমাধ্যম।

হালে শেষ হওয়া তিব্বতি ধর্মগুরু দলাই লামার ভারত সফর, বিশেষত অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিন একটানা ভারত বিরোধী বক্তব্য পেশ করে গেছে। সেসব কার্যত হুমকিরও রূপ নিয়েছে কখনও কখনও। কিন্তু ভারত পাত্তা না দিয়ে চুপ ছিল।


দলাই লামা ফেরত যাওয়ার পরও চিন যে ফুঁসছে তা তারা আবার প্রমাণ করে অরুণাচল প্রদেশের ৬টি জায়গার নাম বদলে নতুন নামকরণ করে। এক্ষেত্রে অবশ্য মুখ খুলেছে ভারত। তবে সেখানেও তোয়াক্কা না করার গন্ধ।

ভারত জানিয়ে দেয় যে কেউ যদি ভারতের কোনও জায়গার নাম নিজের ইচ্ছেতে পাল্টায় তাতে ভারতের কিছু যায় আসে না। তাদের ওই জায়গার ওপর আইনি অধিকার যেমন আছে তেমনই থাকবে। এতেই আরও খেপেছে চিন। বিশেষজ্ঞদের মতে, তাই এবার সরাসরি ভারত দলাই লামাকে কার্ড হিসাবে ব্যবহার করছে বলে দাবি করে বসেছে তারা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button