
২ কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে বিক্ষোভ মিছিল থেকে চলল গুলি। ঘটানো হল বিস্ফোরণ। পুলিশকে লক্ষ্য করে দুই স্নাইপার গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে ৫ পুলিশ কর্মীর মৃত্যু হয়। আহত ৬ পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক স্নাইপার নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে মিনেসোটা ও লুসিয়ানায়। এই দুই জায়গায় দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারপরই সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দেশের কৃষ্ণাঙ্গ মানুষজন। প্রতিবাদে বৃহস্পতিবার ডালাসের রাস্তায় নামেন বহু মানুষ। বিক্ষোভ মিছিল যখন এগোচ্ছিল তখন রাস্তায় কর্তব্যরত পুলিশকে লক্ষ করে আচমকাই মিছিল থেকে গুলি ছুটে আসে। রাস্তায় লুটিয়ে পড়েন প্রায় ১১ জন পুলিশকর্মী। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে এতকিছুর পরও বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়নি পুলিশ। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজ শুরু করে ডালাস পুলিশ। তাদের ছাড়া হবে না বলেও সাফ জানিয়েছেন ডালাসের পুলিশ প্রধান। এদিকে ডালাসে এখনও ধিকিধিকি জ্বলছে বিক্ষোভের আগুন। গোটা শহর নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ।