ডালাসে ২ সপ্তাহ পর উদ্ধার ভারতীয় শিশুকন্যার দেহ
ডালাসের রিচার্ডসন অঞ্চলের পুলিশ এক ভারতীয় শিশু কন্যার দেহ উদ্ধার করল। দেহটি গত ২ সপ্তাহ ধরে নিখোঁজ ৩ বছর বয়সী শেরিন ম্যাথিউজের বলে মনে করছে পুলিশের।
ডালাসের রিচার্ডসন অঞ্চলের পুলিশ এক ভারতীয় শিশু কন্যার দেহ উদ্ধার করল। দেহটি গত ২ সপ্তাহ ধরে নিখোঁজ ৩ বছর বয়সী শেরিন ম্যাথিউজের বলে মনে করছে পুলিশের। শিশুটি দুধ খেতে রাজি না হওয়ায় তার সৎ বাবা তাকে শাস্তি হিসেবে রাতের অন্ধকারে ঘরের বাইরে একা ছেড়ে দেয় বলে অভিযোগ। তাদের বাড়ির পিছনের জমিতে শেরিনকে গত ৭ অক্টোবর শেষবারের জন্য দেখা গিয়েছিল।
রিচার্ডসন পুলিশ রবিবার জানিয়েছে একটি টানেলের নিচের রাস্তায় প্রশিক্ষিত গোয়েন্দা কুকুরের সাহায্যে একটি শিশুর দেহাবশেষ মিলেছে। যা থেকে তাদের অনুমান এটি শেরিনের দেহাংশ। যদিও চিহ্নিতকরণের কাজ এখনও শেষ হয়নি। ঘটনাস্থল থেকে ম্যাথিউজের বাড়ির দূরত্ব মাত্র আধ মাইল। ফলে দেহটি যে শেরিনেরই সেই ধারণা আরও বদ্ধমূল হয়েছে পুলিশের। তবে তদন্তের স্বার্থে কীভাবে ওই শিশুর মৃত্যু হল তার বিবরণ প্রকাশ্যে আনেনি পুলিশ। শেরিনের পালক পিতা ওয়েসলি ম্যাথিউজকে গ্রেফতার করা হলেও আড়াই লক্ষ ডলারের ব্যক্তিগত বন্ডে সে জামিন পেয়েছে। ম্যাথিউজ পুলিশের কাছে স্বীকার করেছে যে সে তার মেয়েকে বাইরে একা বের করে দিলেও ১৫ মিনিট পরে তাকে খুঁজতে বার হয়। কিন্তু শেরিনের দেখা না পাওয়ায় সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পুলিশের তরফে জানানো হয়েছে যে মেয়েটি নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পরেও পুলিশকে কোনও খবর দেওয়া হয়নি।