টেক্সাসে শেরিন হত্যাকাণ্ডে নতুন মোড়, গ্রেফতার মা
টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূত শিশু শেরিন ম্যাথিউজের মৃত্যু রহস্যে নতুন মোড়।
টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূত শিশু শেরিন ম্যাথিউজের মৃত্যু রহস্যে নতুন মোড়। ঘটনার পর প্রাথমিক তদন্তে শেরিনের পালক পিতা ওয়েসলি ম্যাথিউজকে গ্রেফতার করে পুলিশ। এবার তারা হেফাজতে নিল শেরিনের পালক মা সিনি ম্যাথিউজকেও।
বিহারের এক অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া শেরিন নিখোঁজ হওয়ার আগের দিন গত ৬ অক্টোবর শেরিনের পালক পিতা ওয়েসলি ও মা সিনি তাদের বড় মেয়েকে নিয়ে রেস্তোরাঁয় যায়। বাড়িতে একাই রয়ে যায় ৩ বছরের শেরিন। জেরার মুখে সিনি স্বীকার করেছে যে শেরিন দুধ খেতে রাজি না হওয়ায় তাকে ঘরে একা ফেলে রেখেই তারা চলে যায়। তারা যে সত্যিই রেস্তোরাঁয় গিয়েছিল ও সেখানে খাওয়াদাওয়া করে, পুলিশ এ সম্পর্কে তথ্যপ্রমাণ পেয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সকালে ওয়েসলি ম্যাথিউজ শিশু শেরিনের নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানায়। তার ২ সপ্তাহ পর একটি টানেলের নিচ থেকে শেরিনের মৃতদেহ উদ্ধার হয়। শেরিনের পালক পিতা ওয়েসলি ম্যাথিউজকে গ্রেফতার করা হলেও আড়াই লক্ষ ডলারের ব্যক্তিগত বন্ডে জামিন পায় সে। তবে বারবার বয়ান বদলে আবারও গ্রেফতার হয় ওয়েসলি। এবার গ্রেফতার করা হল শেরিনের মা সিনিকে।