হাতির চেয়েও জোরে চেঁচায় নখের আকারের এই খুদে মাছ
একটি হাতির চেয়েও জোরে চেঁচায় এই মাছ। তাও যদি সে মাছের তেমন একটা দশাসই চেহারা হত। তা কিন্তু নয়। বরং তার আকার মানুষের একটা নখের সমান।
এই খুদে এমন চেঁচাতে পারে! দেখে কেউ বিশ্বাস করবেননা। যতক্ষণ না কেউ নিজে শুনবেন ততক্ষণ বিশ্বাস করা কঠিনও। চেহারা তেমন একটা বিশাল হলে তাও সকলে মেনে নিতে পারতেন এ মাছ হাতির চেয়েও জোরে চেঁচাতে পারে।
হাতি যখন জোরে চেঁচায় তার যে শব্দ হয়, এই অতি ছোট্ট মাছটি তার চেয়েও জোরে শব্দ বার করে। কত জোরে শব্দ বার করতে পারে সে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন এ মাছ যখন শব্দ করে তখন তা ১৪০ ডেসিবল মাত্রা ছাড়িয়ে যায়। প্রসঙ্গত হাতি জোরে শব্দ করলে তার মাত্রা হয় ১২৫ ডেসিবলের মত।
ওইটুকু অর্ধেক ইঞ্চি আকারের একটি মাছের এই অসামান্য ক্ষমতা সকলকেই অবাক করেছে। এ মাছের শব্দ কেমন তা আরও একটু পরিস্কার হবে অন্য একটি উদাহরণে।
একজন মানুষ যদি ১০০ মিটার দূরে দাঁড়িয়ে একটি এরোপ্লেনকে জমি থেকে উড়তে দেখেন, তাহলে সেই উড়ানের একটি জোড়াল শব্দও তাঁর কানে আসবে। এ মাছের আওয়াজ করার ক্ষমতা তার চেয়েও বেশি।
মায়ানমারে এই মাছের দেখা পাওয়া যায়। এরা সাধারণত অগভীর জলে থাকতে পছন্দ করে। নাম ডানিওনেলা সেরেব্রাম। জীবজগতে অনেক প্রাণিই তার মত করে আওয়াজ করে। কিন্তু আকারে এতটা ক্ষুদ্র হয়েও এমন তীব্র শব্দ বার করার ক্ষমতা জীবজগতে এক অতি আশ্চর্য বৈ তো নয়।