দার্জিলিংয়ের হেরিটেজ আখ্যা পেয়েছে টয় ট্রেন। কেউ দার্জিলিং বেড়াতে যাবেন আর টয় ট্রেনে চড়বেন না, তা কি হয়! সেই ঐতিহ্যবাহী প্রাচীন টয় ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল মোর্চার আন্দোলনে। শিলিগুড়ি থেকে ঘুম, টয় ট্রেনের এই পাহাড়ি সর্পিল গতিতে দাঁড়ি পড়ে গত ১৫ জুন থেকে। থেমে যায় শম্বুক গতির দুরন্ত বিনোদন। দীর্ঘ আন্দোলনের পর হালে আংশিকভাবে শুরু হয়েছিল টয় ট্রেনের পথচলা। তবে পুরোদমে চালাতে সাহস পাচ্ছিল না প্রশাসন। অবশেষে তা চালু হতে চলেছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই আগামী ১৫ ডিসেম্বর থেকে টয় ট্রেন চালু নিয়ে জিটিএ, নবান্ন ও রেল কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তা সম্পূর্ণ হয়েছে। এখন শুধু ১৫ ডিসেম্বরের অপেক্ষা। আগামী ২৭ ডিসেম্বর থেকে পাহাড়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক উৎসব। তার আগে দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ টয় ট্রেন চালু করতে মরিয়া ছিল নবান্ন। যা উৎসবের রংকে আরও উজ্জ্বল করবে। সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। পূরণ হতে চলেছে পর্যটকদের আশাও। ফের চালু হচ্ছে টয় ট্রেনের পথচলা।