অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ভালই খেলছেন ডেভিড ওয়ার্নার। বল বিকৃতির অভিযোগে ১ বছর সাসপেন্ড থাকার পর ফের দলে ফিরেই বিশ্বকাপে খেলতে আসা। তাঁকে দলে পেয়ে অজি দলটাও অতিরিক্ত শক্তিতে ফিরে পেয়েছে। টুর্নামেন্টে ৮টি ইনিংস খেলে এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নার করে ফেলেছেন ২টি শতরান, অর্ধশতরান ৩টি।
চলতি বিশ্বকাপে প্রথম ৫০০ রান করা ব্যাটসম্যানও এই অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার। এই অনন্য কৃতিত্ব গড়ে নিজের নাম জুড়েছেন শচীন তেন্ডুলকর, ম্যাথু হেডেনের মত কিংবদন্তীদের তালিকায়। সেই ডেভিড ওয়ার্নার ফের বাবা হলেন। বিশ্বকাপের মধ্যেই। এর আগে তাঁর ২ সন্তান রয়েছে। এবার তৃতীয় সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। গত রবিবার লন্ডনে রাত সাড়ে ১০টায় কন্যা সন্তানের জন্ম দেন তিনি। গর্বিত বাবা মা নবজাতকের নাম রেখেছেন ইসলা রোজ ওয়ার্নার।
গত বছর যখন বল বিকৃতির জন্য ওয়ার্নার সাসপেন্ড হন তখন ক্যান্ডিস ওয়ার্নারেরও ২টি সন্তান নষ্ট হয়ে যায়। সেটা বাবা-মা দুজনের জন্যই খুব বেদনাদায়ক ছিল। তাই এবার সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই ডেভিড ও তাঁর স্ত্রী যথেষ্ট সচেতন ছিলেন। স্বামী ব্যস্ত থাকবেন বিশ্বকাপে। স্ত্রী হিসাবে ক্যান্ডিস চাননি স্বামীর বিশ্বকাপে কোনও ছেদ পড়ুক। তাই তিনি অস্ট্রেলিয়া ছেড়ে ইংল্যান্ডেই পাড়ি জমান। সন্তান প্রসবের কিছুটা আগেই অস্ট্রেলিয়া থেকে লন্ডন উড়ে আসেন ক্যান্ডিস। তারপর রবিবার সন্তানের জন্ম দেন। নবজাতকের ছবি দিয়ে নিজের ইন্সটাগ্রামে বাবা হওয়ার খবর শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার। সঙ্গে দিয়েছেন তাঁর অন্য ২ সন্তানের ছবিও।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পর সপ্তাহব্যাপী ছুটি অজি দলের। কোনও খেলা নেই। শেষ ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাঞ্চেস্টারে সেই খেলা হবে। আপাতত লন্ডনে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে ম্যাচের আগেই তিনি ম্যাঞ্চেস্টারে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও পরিবারের নতুন সদস্যটির সঙ্গে কিছুটা থেকে যাচ্ছেন ডেভিড। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা