ভারতীয় সিনেমায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার, কোন সিনেমায় দেখা যাবে তাঁকে
অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারের সঙ্গেই ভারতের যোগ গভীর। এবার অস্ট্রেলিয়ার এক তারকা ক্রিকেটার ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। কোন সিনেমা, কেই বা সেই ক্রিকেটার।

যাঁর ব্যাট ভারতের বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে ক্রিকেট মাঠে। যাঁর কাঁধে ভর করে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, সেই ডেভিড ওয়ার্নার এবার ২২ গজ ছেড়ে পা রাখলেন রূপোলী পর্দার জগতে।
ভারতীয় সিনেমার প্রতি তাঁর টান বরাবরের। দক্ষিণী সিনেমা তাঁর অত্যন্ত প্রিয়। ডেভিড ওয়ার্নার সেই দক্ষিণী সিনেমা দিয়েই সিনেমার জগতে হাতেখড়ি করলেন। তেলেগু সিনেমা রবিনহুড-এ ডেভিড ওয়ার্নারকে একটি চরিত্রে দেখতে পাবেন দর্শকরা।
চরিত্রটি ক্যামিও। দীর্ঘদিন ধরেই ওয়ার্নারের এই সিনেমায় পা রাখাটা চেপে রেখেছিলেন এই সিনেমার পরিচালক প্রযোজক। অবশেষে রবিনহুড সিনেমার অগ্রগতি নিয়ে প্রশ্নের উত্তরে প্রযোজক জানিয়ে দেন অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে একটি ক্যামিও চরিত্রে এই সিনেমায় দেখা যেতে চলেছে। অবশ্যই যা দর্শকদের জন্য উপরি প্রাপ্তি হবে।
অন্যদিকে ডেভিড ওয়ার্নার তাঁর সিনেমায় অভিনয় করায় বেজায় খুশি সিনেমার প্রযোজকও। সিনেমা বিশেষজ্ঞদের মতে, ভারতের মত ক্রিকেট পাগল দেশে ডেভিড ওয়ার্নারকে সিনেমার পর্দায় দেখার টানেও বহু দর্শক প্রেক্ষাগৃহে হাজির হবেন।
ওয়ার্নারের এটাই ডেবিউ সিনেমা। তেলেগু সিনেমা দিয়ে অবশেষে তিনি ক্রিকেটের বাইরে আর এক জনপ্রিয় দুনিয়ায় পা রাখছেন। রবিনহুড সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করছেন তেলেগু তারকা নীতীন। যিনি সিনেমায় এক চোরের ভূমিকায় অভিনয় করছেন।
এমন চোর যে ধনীদের কাছ থেকে চুরি করে দরিদ্রদের সেই অর্থ দিয়ে সাহায্য করে। একেবারে রবিনহুড শব্দটার কথা মাথায় রেখেই এই সিনেমার গল্প সাজানো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা