
পাকিস্তানেই রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। একটি স্টিং অপারেশনে এমনই দাবি করল একটি টিভি চ্যানেল। পাকিস্তানের করাচিতে যে বাড়িতে দাউদ রয়েছেন সেই বাড়ির ঠিকানাও জানিয়ে দিয়েছে তারা। করাচির ক্লিফটন এলাকার ডি-৩, ব্লক-৪ বাংলোটি দাউদের ঠিকানা বলে ভিডিওটিতে দাবি করেছে তারা। এমনকি তাদের দাবি, দাউদ যে সেখানে রয়েছেন তা এলাকার সকলেরই জানা। অনেকদিন আগে থেকেই দাউদ পাকিস্তানে আত্মগোপন করে আছে বলে দাবি করে আসছে ভারত। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানোর জন্য বহুবার পাকিস্তানের কাছে তথ্য প্রমাণ সহ আবেদন জানিয়ে এসেছে নয়াদিল্লি। কিন্তু পাক সরকার দাউদের পাকিস্তানে থাকার কথা বারবারই অস্বীকার করে এসেছে। এদিনের স্টিং অপারেশনের হাত ধরে ভারত সরকার ফের নওয়াজ সরকারকে একই আবেদন করতে চলেছে বলে খবর।