করোনা সংক্রমণের শিকার দাউদ ইব্রাহিম, ভর্তি হাসপাতালে
এবার আন্ডারওয়ার্ল্ডেও করোনার থাবা। করোনা আক্রান্ত ডন দাউদ ইব্রাহিম। যদিও তা অস্বীকার করেছে তার ভাই।
নয়াদিল্লি : গোয়েন্দা রিপোর্ট বলছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম করোনা সংক্রমণের শিকার। দাউদ ও তার স্ত্রী, ২ জনই করোনা পজিটিভ। পরীক্ষায় তেমনই ধরা পড়েছে। করোনা সংক্রমিত হওয়ার পরই সস্ত্রীক পাকিস্তানের করাচির একটি সেনা হাসপাতালে ভর্তি হয় দাউদ। রিপোর্ট এটাও জানায় যে দাউদের ব্যক্তিগত দেহরক্ষীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও এটা সত্যি নয় বলেই দাবি করেছে দাউদের ভাই।
সংবাদ সংস্থা আইএএনএস-কে দাউদের ভাই আনিস জানিয়েছে, তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীতে ব্যবসা করছে ঠিকই, তবে তাদের পরিবারের কেউ করোনায় আক্রান্ত নয়। সকলে ভাল আছে। যদিও আনিস ফোনে কোথা থেকে কথা বলছে তা সংবাদ সংস্থাকে জানায়নি। জিজ্ঞাসা করা হলে সে সময় চুপ করে থাকে আনিস।
ভারতের মোস্ট ওয়ান্টেড ফেরার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ভারত অনেকদিনই হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ভারত বারবারই জানিয়েছে পাকিস্তানে রয়েছে দাউদ ও তার পরিবার। কিন্তু ইসলামাবাদ ততবারই অস্বীকার করেছে তাদের দেশে দাউদের উপস্থিতি। প্রসঙ্গত দাউদ ইব্রাহিমের মেয়ে মাহরুখের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের বিয়েও হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা