দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর মুম্বই বিমানবন্দর। তবু সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট। মুম্বই বিমানবন্দরে প্রবেশ করছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সাধারণভাবে তিনি সেলফির আবদার পান। কেউ চান অটোগ্রাফ। সুরক্ষাকর্মী হন বা বিমানবন্দরের কর্মী, সকলেই একটা ছবি বা সইয়ের জন্য দীপিকার আশপাশে ঘোরেন। এটার সঙ্গেই অভ্যস্ত তিনি। তার ওপর তিনি দীপিকা পাড়ুকোন। তাঁকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে সকলে চেয়ে থাকেন। কেউ পরিচয়পত্র দেখতে চান না। আর কে না জানেন, চেনা বামুনের পৈতে লাগে না! কিন্তু মুম্বই বিমানবন্দরে লাগল।
দীপিকা বিমানবন্দরে প্রবেশ করছিলেন। পরনে ছিল কালো পোশাক। তিনি এগিয়েই যাচ্ছিলেন। কিন্তু সুরক্ষার দায়িত্বে থাকা মহিলা তাঁকে পিছু ডাকেন। তাঁকে নিয়ম মেনে পরিচয়পত্র দেখাতে বলেন। তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চাইছেন? হয়ত কিছুটা অবাকই হয়েছিলেন দীপিকা। তাই ঘুরে দাঁড়ান তিনি যাতে তাঁর মুখটা পরিস্কার করে দেখতে পান ওই সুরক্ষাকর্মী। তারপর প্রশ্ন করার ভঙ্গিতে সুন্দর ভাবেই জিজ্ঞেস করেন, চাই? অর্থাৎ মুখ দেখে তো বুঝতেই পারছ আমি কে! তারপরও কি পরিচয়পত্র সত্যিই দরকার আছে? প্রশ্নটা করার পর অবশ্য সময় নষ্ট না করে ব্যাগ থেকে নিজের পরিচয়পত্র বার করেন দীপিকা। সেটা নিয়ম মেনে সুরক্ষাকর্মীর হাতে দেন।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে অনেকেই দীপিকা পাড়ুকোন এবং ওই সুরক্ষাকর্মী ২ জনকেই বাহবা দিয়েছেন। দীপিকার কাজ একজন যাত্রী হিসাবে পরিচয়পত্র দেখানো। তা তিনি করেছেন। এবং খুব সুন্দর ব্যবহারের মধ্যে দিয়েই করেছেন। এজন্য দীপিকাকে বাহবা দেন তাঁরা। অন্যদিকে সুরক্ষাকর্মীর কাজ সকলের পরিচয়পত্র দেখা, সে কেউ সেলেব্রিটি হলেও। তিনি তাঁর কাজটা করেছেন। দীপিকা পাড়ুকোন বলে তাঁকে বিশেষভাবে দেখেননি। সেজন্য তিনি বাহবা পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা