যাঁরা জীবনে কখনও মডেলিং করেছেন তাঁদের কাছে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে সেখানে ব়্যাম্পে হাঁটা একটা স্বপ্ন থেকে যায়। নিদেন পক্ষে সেখানে সামনে থেকে দেখার স্বপ্ন থেকে যায়। অনেক সেলেব্রিটিও এই হাতছানি ছাড়তে পারেননা। কিন্তু সেই সুযোগ সহজে পাওয়া যায়না। ফ্যাশন জগতের অন্যতম সেরা শো হল এই প্যারিস ফ্যাশন শো। সেখানে উপস্থিত থাকার ডাক পেয়েও ছেড়ে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
বিখ্যাত সংস্থা লুই ভুইতোঁ-এর শোয়ে হাজির থাকার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা। সংস্থার তরফেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্যারিস যাবেন বলে সব ঠিকঠাকও হয়ে গিয়েছিল। অবশেষে তিনি তা বাতিল করেন। কিন্তু কেন? দীপিকার তরফে জানানো হয়েছে, ফ্রান্সে প্রবেশ করেছে নোবেল করোনা ভাইরাস। সারা বিশ্বের সঙ্গে দীপিকাও এই ভাইরাস নিয়ে আতঙ্কিত। তিনি চান না কোনওভাবে তিনি সংক্রমিত হন। তাই প্যারিসে আপাতত পা দিতে নারাজ দীপিকা।
দীপিকা পাড়ুকোন ৮৩ সিনেমায় নজর কাড়তে চলেছেন। সেখানে তিনি রোমি দেবের চরিত্রে অভিনয় করছেন। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়েই তৈরি হয়েছে ৮৩ সিনেমাটি। এই সিনেমায় সামনে রাখা হয়েছে ওই দলের অধিনায়ক কপিল দেবকে। কপিলের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোনের বাস্তব জীবনের স্বামী। পর্দায় আবার কপিল দেবের স্ত্রী হিসাবে সামনে আসছেন রোমি দেব। যে ভূমিকায় রণবীর পেয়েছেন দীপিকাকে। ফলে রসায়ন দারুণ হওয়ার কথা বলেই মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা